সৈয়দ নজরুল ইসলাম স্মরণসভা
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামালুর রহমান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান প্রমুখ।
নাফিসা নজরুল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন লেখক ও গবেষক ফয়সাল আহমেদ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে তরুণ লেখক ফয়সাল আহমেদ সম্পাদিত সংবাদ পত্রে সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ নজরুল ইসলাম মহাজীবনের প্রতিকৃতি নামে প্রকাশিত দুটি বই বিতরণ করা হয়।
সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
/এসবি/