ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে: তসলিমা নাসরিন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১৮ নভেম্বর ২০২১   আপডেট: ১০:০৮, ১৮ নভেম্বর ২০২১
মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে: তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন (ছবি: ফেসবুক)

বাংলাদেশে সম্প্রতি সংঘটিত আত্মহত্যার পরিসংখ্যান দেখে চিন্তিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে মন্তব্য জানিয়েছেন‌‌। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো‌। 

তসলিমা নাসরিন লিখেছেন, ‘এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ আত্মহত্যাগুলো পুলিশ নথিভুক্ত করেছে। পুলিশকে জানানো হয়নি এরকম নিশ্চয়ই আরও আত্মহত্যার ঘটনা ঘটেছে। মোট ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার মধ্যে শতকরা ৬০ ভাগ আত্মহত্যাই গলায় ফাঁস লাগিয়ে। বিষপান করে আত্মহত্যা করেছে শতকরা ২৬ জন। আত্মহত্যা যারা করেছে, তাদের বেশিরভাগই অল্প বয়সী। অতি তুচ্ছ ঘটনায় আত্মহত্যা করেছে। মোবাইল ফোন কেন কিনে দেওয়া হলো না, ফোন বন্ধ করতে কেন বলল, কেন গালি দিল। মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে। শারীরিক রোগ বিশেষজ্ঞদের যেমন দেশের সর্বত্র, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, পোস্টিং দেওয়া হয়। মানসিক রোগ বিশেষজ্ঞদেরও ঠিক তাই করা উচিত।’

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়