ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিরো আলমের পক্ষে তসলিমা নাসরিনের সাফাই!

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৯ জুলাই ২০২২   আপডেট: ১৪:১৫, ২৯ জুলাই ২০২২
হিরো আলমের পক্ষে তসলিমা নাসরিনের সাফাই!

জীবনেও আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না- সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের কাছে এই মুচলেকা দিয়েছেন হিরো আলম। বিষয়টি নজর কেড়েছে নানা কারণে আলোচিত লেখিকা তসলিমা নাসরিনের। 

শুক্রবার (২৯ জুলাই) সকালে তসলিমা নাসরিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলমের পক্ষে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটিতে তিনি পরোক্ষভাবে হিরো আলমের পক্ষে সাফাই গেয়েছেন বলেই মনে করা হচ্ছে। তিনি এই পোস্টে বলেছেন- ‘হিরো আলমের অজ্ঞতাও কোনো ক্রাইম নয়, তার মুর্খতা, গুণহীনতাও কোনো ক্রাইম নয়।’এ ছাড়াও তিনি স্বভাবসিদ্ধ বিষয়কেই আলোচনায় এনেছেন। 

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশের হিরো আলম একটা অজ্ঞ, অশিক্ষিত, গুণহীন, ভাঁড় জাতীয় কুৎসিত লোক। সে বাংলা শব্দের উচ্চারণ জানে না, সে বাংলায় কথা বলে। সে গান জানে না, গান গায়। সে নাচতে জানে না, নাচে। সে রাজনীতি জানে না, রাজনীতি করে। সে জানেও না যে সে জানে না এসব।’

‘এই ভাঁড়টাকে পুলিশ ডেকে নিয়ে তার ভাঁড়ামো বন্ধ করতে বলেছে। বলেছে যা তুই জানিস না, তা তুই করবি না। মুর্খটা ভয় পেয়ে নাকে খত দিয়ে এসেছে, আর এসব ছাইপাঁশ করবে না।’

তসলিমা নাসরিন আরও লেখেন, ‘প্রশ্ন হলো, পুলিশের কাজ কি মানুষকে বলা যা তুই পারিস না তা তুই করবি না? সাহিত্য-সংস্কৃতির বিশুদ্ধতা বজায় রাখার ভার পুলিশকে কে দিয়েছে? যে কারও গান যে কেউ গাইতে পারে। হিরোর ছাইপাশ যাদের অপছন্দ তারা তার ছাইপাশ দেখবে না, ব্যস মিটে গেল। কপিরাইট ইস্যু যেখানে, সেখানে তার বিরুদ্ধে মামলা করবে কপিরাইটওয়ালারা। পুলিশের কাজ নয় শাসানো।’

‘পুলিশ তো দেখছি মানুষের ব্যক্তি জীবনেও এরপর নাক গলাবে। কে কার সঙ্গে প্রেম করছে, কে কার সঙ্গে শুচ্ছে, কে হিজাব পরছে না, কে দাড়ি রাখছে না, এসব নিয়ে প্রশ্ন করতে যাকে তাকে থানায় ডেকে নেবে। পুলিশের কাজ সমাজের ক্রাইম বন্ধ করা। প্রেম করা, সেক্স করা, হিজাব না পরা, দাড়ি না রাখা কোনো ক্রাইম নয়। হিরো আলমের অজ্ঞতাও কোনো ক্রাইম নয়, তার মুর্খতা, গুণহীনতাও কোনো ক্রাইম নয়’, যোগ করেন তসলিমা নাসরিন।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়