ঢাকা     শুক্রবার   ০৮ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩০

তোয়াব খানের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১ অক্টোবর ২০২২  
তোয়াব খানের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

তোয়াব খান (ফাইল ফটো)

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈ‌নিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১ অক্টোবর) শোকবার্তায় ডিএনসিসির মেয়র বলেছেন, ‘সাংবাদিকতার জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তোয়াব খান। আজ এ নক্ষত্র সব আলো নিভিয়ে চলে গেলেন।’

তিনি আরও বলেন, ‘আমৃত্যু সাংবাদিকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তোয়াব খান। সততা, নৈতিকতা আর বস্তুনিষ্ঠতার দৃষ্টান্ত স্থাপনকারী মানুষটি যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবেন। আমি তার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোয়াব খান।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়