ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:৪৯, ২৬ নভেম্বর ২০২২
সব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ

অগ্নিনিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠকে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম

সব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘অগ্নিদুর্ঘটনায় ক্ষতি কমানো ও জীবন বাঁচাতে প্রস্তুতির বিকল্প নেই। নানা কারণে অগ্নিকাণ্ড ঘটতেই পারে। কিন্তু, আমরা যদি অগ্নিনির্বাপণের প্রস্তুতি না নিয়ে হাত গুটিয়ে বসে থাকি, দিনশেষে ক্ষয়ক্ষতি আমাদেরই হবে। আগুনে পুড়ে মানুষের মত্যুর মিছিল দেখতে হবে। নির্বাপণ ব্যবস্থা থাকলেই হবে না। তা কতটুকু কার্যকর, তা পরীক্ষা করে দেখতে হবে।’

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে অগ্নিনিরাপত্তায় চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে কর্মীদের অগ্নিনিরাপত্তার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে মানা হয়। যে নিরাপত্তা কমপ্লায়েন্স গার্মেন্টস শিল্প মানতে পারবে, সেটা কেন সিটি করপোরেশন এলাকার বহুতল ভবনগুলো মানতে পারবে না? জীবন ও জীবিকার নিরাপত্তার স্বার্থে আমাদের সবাইকে তা অবশ্যই মেনে চলতে হবে।’

বহুলতল ভবনগুলোতে চাকচিক্যের পাশাপাশি বিল্ডিং কোড, ফায়ার সেফটিসহ অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার আহ্বান জানান মেয়র।

মেয়র বলেন, ‘২০ ফুটের কম প্রশস্ত রাস্তা হলে দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম চালানো ব্যাহত হবে। কোনো ধরনের উদ্ধার সরঞ্জাম বা গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। তাই, ২০ ফুটের কম প্রশস্ত রাস্তা হলে সিটি করপোরেশন তা উন্নয়নের জন্য কোনো বরাদ্দ দেবে না।’

আলোচনায় ডিএনসিসির মেয়র সব ভবনের পাশাপাশি যেকোনো অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের সময় করণীয়, ফায়ার সেফটি সম্পর্কে শিক্ষাসহ সিনেমা হলগুলোতে সিনেমা শুরুর আগে এবং বিরতির সময় ফায়ার সেফটি বিষয়ে জনসচেতনামূলক তথ্যচিত্র প্রদর্শনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

গোলটেবিল বৈঠকে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

রায়হান/মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়