১১ অস্ত্রের লাইসেন্স বাতিল
রাকিব || রাইজিংবিডি.কম
অস্ত্র (ফাইল ফটো)
জেলা প্রতিবেদক
নারায়ণগঞ্জ, ৫ মে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ও তার ঘনিষ্ঠ সাতজনের ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। সোমবার আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া।
অস্ত্রগুলোর মধ্যে রয়েছে সাতটি শটগান, দুটি পিস্তল, একটি রাইফেল ও একটি রিভলবার। একটি রাইফেল ও একটি পিস্তলের লাইসেন্স নূর হোসেনের নামে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২ সালে একটি রাইফেল ও একটি শটগানের লাইসেন্স দেওয়া হয়। বাকি সব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় ২০১৩ সালে। নিয়ম অনুযায়ী শটগানের লাইসেন্স দেন জেলা প্রশাসক। পিস্তল ও রিভলবারের লাইসেন্স জেলা প্রশাসকের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়।
নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও তার শ্বশুর শহীদুল ইসলাম এসব অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
নূর হোসেনের ভাই মো. নূরুউদ্দিন মিয়া গত বছরের শুরুতে একটি শটগানের লাইসেন্স পান। নূর হোসেনের ভাতিজা ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল একটি শটগানের লাইসেন্স পান ২০১২ সালে। গত বছর পান একটি পিস্তলের লাইসেন্স।
নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত মো. শাহজাহান (পিতা-মৃত ইদ্রিস আলী, নয়াআঁটি, সিদ্ধিরগঞ্জ), দেহরক্ষী আলী মোহাম্মদ (পিতা-মৃত আবদুল হক, শিমরাইল, টেকপাড়া), সানাউল্লাহ (পিতা-মৃত জয়নাল আবেদীন, শিমরাইল) ও জামালউদ্দিন (পিতা-সিদ্দিকুর রহমান, মিজমিজি বাতেনপাড়া) গত বছর একটি করে শটগানের লাইসেন্স পান।
নূর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও সিদ্ধিরগঞ্জ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো. আরিফুল হক হাসান গত বছর একটি শটগান ও একটি রিভলবারের লাইসেন্স পান।
রাইজিংবিডি/রাকিব/বকুল
রাইজিংবিডি.কম