রায় সাহেবের ১২৬ তম জন্মবার্ষিকী
এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম
রায় সাহেব
জেলা প্রতিবেদক
সাতক্ষীরা, ৯ মে : দক্ষিণ খুলনার অন্যতম দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১২৬ তম জন্মবার্ষিকী আজ। খুলনা জেলার অবহেলিত জনপদ কপিলমুনিতে বাংলা ১২৯৬ সনের ২৬ বৈশাখ এক মধ্যবিত্ত বণিক পরিবারে তার জন্ম। শিক্ষাজীবন স্কুলের গন্ডি পার না হলেও তার আলোকিত কর্ম জীবনই তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ৯ বছর বয়সে থেকে তার ব্যবসা জীবন শুরু। মাত্র ৪৫ বছরের সংক্ষিপ্ত জীবনের প্রতিটি ক্ষণ সমাজ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। বাংলাদেশের সুন্দরবন ঘেষা কপিলমুিনতে জন্ম এবং এখানে ব্যবসা করলেও শেষ পর্যন্ত তিনি কলিকাতায় ব্যবসা করতে যান। তার ব্যবসার সিংহ ভাগ অর্থই ব্যয় করেছেন পল্লী মঙ্গলের তরে।
তিনি একাধারে বিনোদগঞ্জ, ভরতচন্দ্র ২০ শয্যা হাসপাতাল, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির নামক বিদ্যালয়, অমৃতময়ী টেনিক্যাল স্কুল, বেদ মন্দির, কালী মন্দির, সহচরী সরোবর ও বিনোদ ভবন প্রতিষ্ঠা করেন। বিনোদ বিহারী সাধুর সমাজ সেবা ও কর্মদক্ষতার জন্য পুরস্কার হিসেবে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেন। নিরলস পরিশ্রমের ফলে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে বাংলা ১৩৪১ সনের ৩ মাঘ ইহলোক ত্যাগ করেন তিনি।
রাইজিংবিডি/এম.শাহীন গোলদার/রণজিৎ
রাইজিংবিডি.কম