ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢামেকে এসে প্রতারকের খপ্পরে ব্রাহ্মণবাড়িয়ার বৃদ্ধা

প্রকাশিত: ২০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৩  
ঢামেকে এসে প্রতারকের খপ্পরে ব্রাহ্মণবাড়িয়ার বৃদ্ধা

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃতীয় শ্রেণীর ক্যান্টিনের সামনে প্রতারক-চক্রের খপ্পরে পড়েছেন জায়েদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা। এসময় প্রতারক বিপ্লবকে (৪৫) পথচারীরা ধরে গণপিটুনি দেয়। এরপর তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

জায়েদা খাতুন বলেন, আমি এখানে চিকিৎসা নিতে এসেছিলাম। পরে মেডিক্যাল ক্যান্টিনের সামনে এই লোকের সাথে দেখা হয়। সে আমার সাথে বিভিন্ন ধরনের কথা বলে কৌশলে কানের দুল এবং আমার কাছে থাকা ২২০০ টাকা নিয়ে নেয়। এরপর চলে যাওয়ার সময় আমি চিৎকার দিলে মেডিক্যালের আশপাশের লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশ ক্যাম্পে নিয়ে যান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিক্যালে এ ধরনের ঘটনা নতুন নয়। ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে আলাপ জমিয়ে কৌশলে ভ‍্যানিটি ব‍্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। আজ বৃদ্ধার সাথে যা ঘটেছে, সেটা প্রতারণা। ওই প্রতারককে ধরে ফেলায় মহিলার টাকা ও দুল উদ্ধার করা হয়েছে। প্রতারক বিপ্লবকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রতের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়