ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৩  
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ মোক্তার হোসেন (২১) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে।

বুধবার ( ১ ফেব্রুয়ারি) রাত  দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

হাসপাতালে নিয়ে আসা মোক্তার হোসেনের বন্ধু মো. শিমুল বলেন, আমি এবং মোক্তার মহাখালী ব্রিটিশ আমেরিকান টোবাক্য কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করি। রাতে কাজ শেষে কর্মস্থল থেকে বনানী কড়াইল বাসায় ফেরার পথে মহাখালী রেলগেট অতিক্রম করার সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। সে রেল লাইনের পাশ থেকে ২০০ গজ দূরে ছিটকে পড়ে, পরে আমরা আসেপাশের লোকজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মোক্তারের গ্রামের বাড়ি শেরপুর জেলা সদরের পাঁজরডাঙ্গা  গ্রামের চানমিয়ার ছেলে। বনানী কড়াইল বস্তিতে থাকতেন তিনি।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

/বুলবুল/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়