ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ‌্যায় রাষ্ট্রপতির সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৩  
সন্ধ‌্যায় রাষ্ট্রপতির সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাৎ

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।

আরো পড়ুন:

এর আগে সোমবার নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন এবং ফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মো. সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার মো. সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। বিকেলে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়