ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলশানে অগ্নিকাণ্ডে মৃত যুবকের পরিচয় শনাক্ত

প্রকাশিত: ০৯:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
গুলশানে অগ্নিকাণ্ডে মৃত যুবকের পরিচয় শনাক্ত

রাজধানীর গুলশানে আগুন লাগা ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে। বাবার নাম মো. নুর ইসলাম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।

নিহত আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

আরো পড়ুন:

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের (নিহত) স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা। আগুন লাগার পর ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পারি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি। তিনি বাবুর্চির কাজ করতেন।’

পড়ুন

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, একজন নিহত

/বুলবুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়