ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার হজযাত্রীদের বয়সসীমা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২০ মার্চ ২০২৩  
এবার হজযাত্রীদের বয়সসীমা নেই

ফাইল ফটো

এ বছর হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের কম বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে।

সোমবার (২০ মার্চ) হজযাত্রীদের বয়সসীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, হিজরি ১৪৪৪ সনে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের কম বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবেন। বিষয়টি নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অবহিত করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে ছিল—করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। যারা হজ করেননি এবার হজে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

কিন্তু এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়