ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

শামীম শিকদার
ভাস্কর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামীম শিকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম শিকদার।
শামীম শিকদারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।
ভাস্কর শামীম সিকদারের জন্ম ১৯৫২ সালে। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। ভাস্কর হিসেবে তিনি সিমেন্ট, ব্রোঞ্জ, কাঠ, প্লাস্টার অব প্যারিস, কাদা, কাগজ, স্টিল ও গ্লাস ফাইবার মাধ্যমে অসংখ্য কাজ করেছেন।
মুক্তিযোদ্ধা ভাস্কর শামীম শিকদার সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ছিলেন। টিএসসির 'স্বোপার্জিত স্বাধীনতা', ফুলার রোডের 'স্বাধীনতার সংগ্রাম'সহ বহু বিখ্যাত ভাস্কর্য নির্মাণ করেছেন শামীম শিকদার। ২০০০ সালে ভাস্কর শামীম শিকদার একুশে পদক লাভ করেন।
চারুকলার শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ডে চলে যান শামীম শিকদার। সেখানে স্থায়ীভাবে বসবাস করলেও তিনি মাঝে মাঝে দেশে আসতেন।
প্রসঙ্গত, আলোচিত কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ শিকদার ছিলেন ভাস্কর শামীম শিকদারের আপন বড় ভাই।
মেয়া/রফিক
আরো পড়ুন