ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বহুবিবাহের সুযোগ বাতিলসহ ৬ দাবি হিন্দু আইন সংস্কার পরিষদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৬ মে ২০২৩  
বহুবিবাহের সুযোগ বাতিলসহ ৬ দাবি হিন্দু আইন সংস্কার পরিষদের

বহুবিবাহের সুযোগ বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ।

শুক্রবার (২৬ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়নে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. ময়না তালুকদার।

তিনি বলেন, হিন্দু প্রধান ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। সংবিধানে লিঙ্গ পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য না করার অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রকে এ অঙ্গীকার পালন করতে হবে। তাই আমরা রাষ্ট্রের কাছে আবারও দাবি জানাচ্ছি, প্রচলিত হিন্দু আইন সংশোধন করে নারী, প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীকে সম্পত্তিতে সমঅধিকার দিতে হবে। স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের যথেচ্ছ বহুবিবাহের সুযোগ বাতিল করতে হবে। বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের বিধান করতে হবে। সন্তানের উপর পুরুষের মতো নারীরও অভিভাবকত্বের স্বীকৃতি দিতে হবে। নারীর সন্তান দত্তক নেবার অধিকার এবং কন্যা-সন্তান দত্তক নেওয়ার অধিকার দিতে হবে। বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। 

/মামুন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়