ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ হিন্দু মহাজোটের তিন দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২ জুন ২০২৩  
সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ হিন্দু মহাজোটের তিন দাবি

হিন্দু সুরক্ষা আইন, হিন্দু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

আরো পড়ুন:

জোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস, সহসভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা রনজিত মৃধা, সুনীল মালাকার, তপন হালদার, সঞ্জয় রায়, জগন্নাথ হালদার, যুগ্ম মহাসচিব সমীর সরকার প্রমুখ।

বক্তারা বলেন, কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন। প্রতিটি নির্বাচন এর আগে ও পরে দেশে হিন্দু নির্যাতনের মহোৎসব শুরু হয়। তাই নির্বাচন আসলে হিন্দু সম্প্রদায়কে উদ্বিগ্নতার সাথে দিন কাটাতে হয়। তাই এদেশের হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে সরকারের কাছে হিন্দু সুরক্ষা আইন, হিন্দু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে আসছে। 

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়