ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পানি দিতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু

প্রকাশিত: ১৪:২৩, ৫ জুন ২০২৩  
পানি দিতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ার জাপানি বাজারে ছয় নম্বর রোডের একটি বাসার পাঁচ তলার ছাদে পানি দেওয়ার সময় নিচে পড়ে গিয়ে মোহাম্মদ শহিদুল শিকদার (৫০) নামে এক বাড়ির কেয়ারটেকার মারা গেছেন।

সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল হাসপাতালে নিয়ে আসা তার মামাতো ভাই শামীম আহমেদ জানান, শনিরআখড়া জাপানি বাজারে ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন তিনি। আজ সকালের দিকে উক্ত বাসার পাঁচ তলার ছাদে পানি দিতে গেলে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। 

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়