ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিপিজেএর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়: স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৯ জুন ২০২৩  
বিপিজেএর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশীয় ফলের উৎসব সংসদের ঐতিহ্য। পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফল উৎসব আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। এই ফল উৎসবে বিরল ফলের সমারোহ থাকে। করোনার পর থেকে ধারাবাহিকভাবে এই ফল উৎসব চলমান।

এ সময় তিনি ভবিষ্যতেও ফল উৎসবকে অব্যাহত রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্পিকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম বক্তব্য রাখেন।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিপিজেএর  সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল ইত্যাদি।

/এএএম/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়