ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিসা সম্পন্ন না করায় ৬ হজ এজেন্সিকে নোটিস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১৪ মে ২০২৪   আপডেট: ২৩:০৫, ১৪ মে ২০২৪
ভিসা সম্পন্ন না করায় ৬ হজ এজেন্সিকে নোটিস

নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করায় ছয় হজ এজেন্সিকে নোটিস দেওয়া হয়েছে।নোটিসে বুধবার (১৫ মে) তাদেরকে এ বিষয়ে ব‌্যাখ‌্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ওই ছয় এজেন্সিকে নোটিস দেয় ধর্ম মন্ত্রণালয়। নোটিসপ্রাপ্ত হজ এজেন্সিগুলো হলো—আনসারী ওভারসিজ, ওয়ার্ল্ড লিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল রিসান ট্রাভেল এজেন্সি, নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মিকাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং হোলি দারুন্নাজাত হজ ওভারসিজ।

নোটিসে বলা হয়, গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে এবং ইতোমধ্যে ১৭ হাজার ৩১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২৫৯টি এজেন্সি/ লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করলেও একাধিকবার তাগিদ দেওয়া সত্বেও ছয়টি এজেন্সি অদ্যাবধি হজযাত্রীদের ভিসা করেনি। ভিসা সম্পন্ন না করায় হজযাত্রীদের হজে গমনে অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে। এজেন্সির এরূপ কর্মকাণ্ড সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়।

এমতাবস্থায়, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করার বিষয়ে আগামী ১৫ মে, ২০২৪ তারিখের মধ্যে এ মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। একইসাথে সকল হজযাত্রীর ভিসা দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়