ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২২ মে ২০২৪   আপডেট: ০৯:৩১, ২২ মে ২০২৪
ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

জাহাংগীর আলম ও শফিউল আজিম। ফাইল ফটো

সচিব পদে পদোন্নতি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করেছে সরকার।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। ৩০ মে থেকে শফিউল আজিমের এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন। বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

অপরদিকে, ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন মো. জাহাংগীর আলম।

হাসান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়