ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

ঈদের তিন দিনে ২০ হাজার মেট্রিক টন বর্জ্য সরিয়েছে ডিএনসিসি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২০ জুন ২০২৪  
ঈদের তিন দিনে ২০ হাজার মেট্রিক টন বর্জ্য সরিয়েছে ডিএনসিসি 

ছবি: মেসবাহ য়াযাদ

কোরবানির ঈদের আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ঈদের সময়ে কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। মেয়রের ঘোষণা অনুযায়ী ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত সময়েই সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি।

ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন সোমবার (১৭ জুন) রাত ৮টা পর্যন্ত ২ হাজার ১০১ ট্রিপে ১০ হাজার ৩৭৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 

আরো পড়ুন:

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুন) ঈদের পরদিন বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪ হাজার ৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

গতকাল বুধবার ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা পর্যন্ত ১ হাজার ৪৯ ট্রিপে মোট ৫ হাজার ৭২২ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির বর্জ্য বব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, ঈদের তিন দিনে মোট ৪ হাজার ১৭৭ ট্রিপে ২০ হাজার ১০৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এমএ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়