শ্যামলী, কল্যাণপুর, মিরপুরে মিলছে না গণপরিবহন

কমপ্লিট শাটডাউনে নগরবাসী বাসা থেকে বের হলেও রাস্তায় মিলছে না গণপরিবহন। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর এবং মিরপুরের সড়কগুলোতে বিআরটিসি ছাড়া অন্য কোনও গণপরিবহন নেই। ফলে বাধ্য হয়েই পায়ে হেঁটে এবং বাড়তি ভাড়ায় রিকশা ও সিএনজিতে যাতায়াত করছেন মানুষ। এসব এলাকায় আওয়ামী-যুবলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলকেও মাঠে দেখা গেছে।
এসব এলাকায় মার্কেটের কিছু দোকান খুললেও অধিকাংশ দোকান বন্ধ। মিরপুরের সব গার্মেন্টস-কারখানা যথারীতি সকাল ৮টায় খুলেছে। তবে, ফুটপাতের হকাররা কোনও দোকান খোলেননি। কিছু দোকানের মালিক-কর্মচারী দোকানে এলেও দোকান না খুলে সামনে দাঁড়িয়ে ছিলেন।
বেলা বাড়ার সঙ্গে কিছু দোকানপাট খুললেও মিরপুর-১০ নম্বরে শিক্ষার্থীদের অবস্থান এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মিরপুর-২ ও ১ নম্বর এলাকায়ও অস্থিরতা বিরাজ করতে দেখা যায়।
মিরপুর এলাকা থেকে গুলিস্তান, মতিঝিল, নিউ মার্কেট, সায়েদাবাদে যাতায়াত করা অধিকাংশ গাড়ি ছাড়তে দেখা যায়নি। মিরপুর-১০ এর গোল চত্বর থেকে ২ নম্বর মোড় পর্যন্ত পার্ক করে রাখা হয়েছে অনেক বাস।
কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তি, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা/হাসান/এনএইচ
- ৩ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৭ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৮ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ১০ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ১০ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ১০ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১১ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ১১ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ১১ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ১১ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ১১ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ১১ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ১১ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ১১ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ১১ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫