ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

আ.লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১২ আগস্ট ২০২৪  
আ.লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

ছবি: রাইজিংবিডি

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত এবং আদালতে মামলা চলমান ও রায়প্রাপ্তদের চাকরিতে সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ের প্রধান ফটকের সামনে তারা এক দফা দাবিতে এই মানববন্ধন করেন। এতে অংশ নেন চাকরি হারানো পুলিশ সদস্যরা।

মানববন্ধনে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের নেতাকর্মীদের মিথ্যা মামলা না দেওয়া, গুলির নির্দেশ অমান্য করা, অভিযুক্তকে না পেলে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার না করাসহ জুনিয়র অফিসারদের অনেকের পরিবার বিএনপিপন্থি হওয়ায় বিভিন্ন সময়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তারা আরও বলেন, আমাদের এক দফা এক দাবি। আমাদের চাকরি অবৈধভাবে হরণ করা হয়েছে। আমরা চাকরি ফেরত চাই। চাকরি না থাকায় আমাদের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। অদৃশ্য ও কাল্পনিক অভিযোগ দিয়ে মতের অমিল হলেই আমাদের চাকরি খেয়েছে। নতুন বাংলাদেশে আমাদের চাকরি এবং সব সুযোগ-সুবিধা ফেরত চাই।

বিক্ষোভকারীদের মধ্যে রেজাউল করিম বলেন, বিসিএস দিয়ে আসা অফিসাররা আমাদের চাকরবাকর মনে করে। অনেক ঘৃণ্য ব্যবহার করে, গালিগালাজ করে। তাদের অবৈধ আদেশ যথাযথভাবে পালন না করলেই অকথ্য ভাষায় গালি দেয়, চাকরি খায়।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে তারা গায়েবি একটা অভিযোগ দাঁড় করায়। এরপর অভিযোগ গঠন ও চার্জ গঠন করে ব্যবস্থা নেয়। আমাদের বিরুদ্ধে অসদাচরণসহ নানা অভিযোগ দেখায়।

তিনি আরও বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ সিনিয়র অফিসারদের একটি সিন্ডিকেট ছিল। সিনিয়র অফিসাররা যা আদেশ করতেন আমাদের পালন করা লাগতো।

এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

/এএএম/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়