ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তর্বর্তী সরকারকে সহায়তা কর‌বে যুক্তরাজ্য: সারাহ কুক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৮, ১৪ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারকে সহায়তা কর‌বে যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ‌্য। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ তথ‌্য জানান।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ‌্য জানান।

হাইক‌মিশনার বলেন, শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।

এদিকে, আজ পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ ক‌রেন। এরপর ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন। পরে সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়