ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ২২:০২, ৯ সেপ্টেম্বর ২০২৪  
মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর কদমতলীর রায়েরবাগ পুলিশ ফাঁড়ির সামনে নির্মানাধীন ভবনে মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাজু (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী জিহাদ বলেন, ‘আমরা নির্মানাধীন একটি আট তলা ভবনের নিচ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলাম। পরে রাজু ভাইকে পানির মোটরের লাইন দিতে বলা হয়। বেশ কিছু সময় পার হলেও রাজু কোন সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি দারোয়ানকে জানাই। পরে ওই ভবনের দারোয়ান দেখতে পায় রাজু ভাই বিদ্যুতের লাইন দিতে গিয়ে তার ধরে দাঁড়িয়ে আছে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, রাজু ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাজমিস্ত্রি রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়