ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেবানন থেকে বাংলাদেশিদের প্রথম ফ্লাইট দেশে আসবে সোমবার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২০ অক্টোবর ২০২৪  
লেবানন থেকে বাংলাদেশিদের প্রথম ফ্লাইট দেশে আসবে সোমবার

ছবি: গুগল

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের প্রথম ফ্লাইট রোববার (২০ অক্টোবর) ছেড়ে আসবে। ফ্লাইটটি জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার (২১ অক্টোবর)।

শনিবার রাতে এই তথ্য জানায় বৈরুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। তবে পরিস্থিতির কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

আরো পড়ুন:

দূতাবাস জানায়, প্রথম ফ্লাইটে ৪৭ জন সিরিয়ালধারি এবং তাদের শিশু সন্তানসহ মোট ৫৪ জনের প্রথম গ্রুপ বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে। তালিকায় থাকা ব্যক্তিদের ২০ অক্টোবর বিকাল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাস জানায়, সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা আছে। বৈরুত থেকে বিমান ছাড়ার পাঁচ ঘণ্টা আগে প্রস্তুত থাকতে বলেছে দূতাবাস।রোববার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইট ছাড়ার কথা আছে।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়