ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশব্যাপী অভিযান

২৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা, ৭৪৬ কেজি পলিথিন জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ৩ নভেম্বর ২০২৪  
২৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা, ৭৪৬ কেজি পলিথিন জব্দ

সারা দে‌শে অভিযান চা‌লি‌য়ে নি‌ষিদ্ধ প‌লি‌থিন ব‌্যাগ রাখার অপরা‌ধে ২৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জ‌রিমানা এবং তা‌দের কাছ থে‌কে ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হ‌য়ে‌ছে।

রোববার (৩ নভেম্বর) রাজধানী ঢাকাসহ বি‌ভিন্ন স্থা‌নে অভিযান চা‌লায় পরিবেশ অধিদপ্তর।

মন্ত্রণাল‌য়ের এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী রোববার সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার কামরাঙ্গীচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়