ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২০ নভেম্বর ২০২৪  
বাংলাদেশে ডিএপি ও পটাশ সার রপ্তানি করতে চায় রাশিয়া

জাহাঙ্গীর আলম চৌধুরী ও আলেকজান্ডার ভি মন্টিটস্কি

বাংলাদেশে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানি করতে চায় রাশিয়া। প্রাথমিকভাবে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন পর্যন্ত পটাশ সার রপ্তানির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

বুধবার (২০ নভেম্বর) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। এ সময় তিনি এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষি খাতে রাশিয়ার সহযোগিতা বিশেষ করে সার রপ্তানির বিষয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ,  মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়