ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনির্দিষ্ট মামলার আসামিরাও গ্রেপ্তার হ‌বে

আওয়ামী লীগ নেতাকর্মী‌দের গ্রেপ্তার অভিযান জোরদা‌রের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৪  
আওয়ামী লীগ নেতাকর্মী‌দের গ্রেপ্তার অভিযান জোরদা‌রের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরু‌দ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে জা‌নি‌য়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব‌লে‌ছেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন; এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন, মিছিল করার চেষ্টা করছেন। শনিবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেপ্তার করা হবে।’’

রবিবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় বৈঠ‌কের সভাপ‌তি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপ‌স্থিত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামনে আমাদের যে ইভেন্ট আছে, সেগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।’’

উপদেষ্টা বলেন, ‘‘এর বাইরে গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন ধরে লক্ষ্য করছি। এর ভিত্তিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর ফল হয়ত আপনারা দেখতে পারবেন।’’

‘ছাত্রলীগ ফিরে আসবে’ বলে যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে উপদেষ্টা বলেন, ‘‘গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে যে, এটি অন্য সময়ের ছবি কিংবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল সেটি এডিটেড, এমন তথ্য এসেছে।’’

‘‘আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) ১৬ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে’’ ব‌লেও জানান তি‌নি।

এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেকোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, সেই সম্ভাবনা আছে। এ বিষ‌য়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ র‌য়ে‌ছে।’’

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৈঠ‌কে সভাপতিত্ব ক‌রেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়