ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত ৩৫ জন ঢামেক হাসপাতালে

প্রকাশিত: ১৮:২৭, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত ৩৫ জন ঢামেক হাসপাতালে

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বিল্লাল হোসেন নামে ৬০ বছর এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। 

গুরুতর আহত আট জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মোহাম্মদ ফয়সাল (১৮), আব্দুল হান্নান (৬০), মোহাম্মদ নুরুল ইসলাম (৪২), সিয়াম (২৪), রিশাদ (৩০), মোজাম্মেল হোসেন (১৯) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৫০)। 

অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে, ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থি ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেছেন, “টঙ্গীতে ইজতেমার মাঠে দুই গ্রুপের সংঘর্ষের পর সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আহত ৩৫ জন ঢামেকে আনা হয়েছে। তাদের মধ্যে বেলাল হোসেন নামের এক মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।”

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়