ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্লোগানে উত্তাল শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৪
স্লোগানে উত্তাল শহীদ মিনার

ছবি: মামুন খান

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ছিল স্লোগানে স্লোগানে উত্তাল। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এ চিত্র দেখা যায়।

‘তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা'-এভাবেই স্লোগানে স্লোগানে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জড়ো হন হাজারো মানুষ।

বিকেল ৩টার আগে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল ৪টার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 

ঢাকা/মামুন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়