ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয়বারের মতো বইপোকাদের মিলনমেলা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৫ জানুয়ারি ২০২৫  
তৃতীয়বারের মতো বইপোকাদের মিলনমেলা

বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও বইঘর আয়োজিত লিটারারি ব্র্যান্ড শো ‘লেখকের গল্প: বিশেষ সাক্ষাৎকার সিজন-৩’ অনুষ্ঠিত হয়েছে। বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ জানুয়ারি রাজধানীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই সঙ্গে ‘বইপড়া ও পাঠকের গতিপ্রকৃতি কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, বইপ্রেমী ও সাহিত্যনুরাগীরা। আলোচনায় অতিথির বক্তব্য রাখেন বুদ্ধিজীবী ফয়েজ আলম, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি নাসরীন জাহান, কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন, গবেষক ডক্টর সফিকুল ইসলাম, সামাজিক উদ্যোক্তা বাদল সৈয়দ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদ বাদশা। বিশেষ সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ‘লেখকের গল্প সিজন-৩’র ৩০ জন লেখক। এ ছাড়া বইভিত্তিক সংগঠন, সক্রিয় ফেসবুক কমিউনিটি, সামাজিক সংগঠন, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, বুক-রিভিউয়ার ও সাহিত্যানুরাগীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ হৃদয়, রাসনা আমিন ও মোহাম্মদ আসাদুজ্জামান সজীব। উপস্থিত ছিলেন আসাদুজ্জামান জয়, মাসুম আহমেদ আদি, আকাশ ইসলাম কাব্য, ফাহিম নোমান, হাসনাত আবদুল্লাহ, লতিকা হালদার, সাইদ মন, ইমামুল হাসান লিংকন।

স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রতিষ্ঠাতা রেহান জিহাদ। বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, প্লাবন কুমার, এমদাদ হোসেন, নাইমুল ইসলাম, রুহি মোস্তারি স্বর্ণা, মাহজাব প্রমুখ। কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়