ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ, ফিরতি টিকিট ২৪ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৪ মার্চ ২০২৫  
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ, ফিরতি টিকিট ২৪ মার্চ

ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৪ মার্চ) থেকে। আজ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট।

এ ছাড়া, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৯ মার্চ রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

আরো পড়ুন:

সভায় আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।

ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি
• ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ
• ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ
• ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ
• ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ
• ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
• ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ

চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

ঈদের পরের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি
• ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ
• ৪ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৫ মার্চ
• ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ মার্চ
• ৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৭ মার্চ
• ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৮ মার্চ
• ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ
• ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকেও পাওয়া যাবে। এক ব্যক্তি সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে, কোনও টিকিট রিফান্ডযোগ্য নয়।

ঢাকা/হাসান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়