ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনা সেতুর দুই প্রান্তের থানার নাম পরিবর্তন, বাদ গেল ‘বঙ্গবন্ধু’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৩৩, ৮ এপ্রিল ২০২৫
যমুনা সেতুর দুই প্রান্তের থানার নাম পরিবর্তন, বাদ গেল ‘বঙ্গবন্ধু’

যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ‘যমুনা সেতু পশ্চিম থানা’ (বর্তমান নাম) সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (বর্তমান নাম) টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়। এর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়