ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:৫৬, ১৬ এপ্রিল ২০২৫
মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন। 

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের নেপথ্যের সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার একটি ঘর পুড়ে গেছে।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়