ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদ‌কে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৭ মে ২০২৫   আপডেট: ১৯:৩০, ৭ মে ২০২৫
শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদ‌কে তলব

বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে

দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।  

বুধবার (৭ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাংবা‌দিক‌দের এ তথ্য জানান।

মো. আকতারুল ইসলাম ব‌লেন, “সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ছাড়াও একই অভিযোগে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।”

আরো পড়ুন:

দুদক সূত্র জানায়, গত ৫ মে (সোমবার) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে।

শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্য ব্যক্তিদের তলবি চিঠি তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়