ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১২ মে ২০২৫  
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, ‘‘পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে। শ্রমিকরা অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় নামে, তাদের রাস্তায় স্থান দেবো না। বৈধ দাবি মালিকদের অবশ্যই পরিশোধ করতে হবে। শ্রমিকদের অবৈধ দাবি কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না।’’ 

ভার‌তের পুশইন প্রস‌ঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, ‘‘ভারত আমাদের এখানে বেশ কিছু লোক পুশইন করছে। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক বেশি। তাছাড়া কিছু অন্য দে‌শেরও রয়ে গেছে।’’

আরো পড়ুন:

তি‌নি ব‌লেন, ‘‘আজ‌কের বৈঠ‌কে অনেক বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন কীভা‌বে হ‌বে, এটা এ না‌মে থাক‌বে কি-না, এ ফোর্স থাক‌বে কি-না, কীভা‌বে অর্গনাইজ করা হ‌বে সব বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। এ জন‌্য আমরা একটা ক‌মি‌টি ক‌রে দি‌য়ে‌ছি।’’
 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়