ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

স্বামীসহ সা‌বেক এম‌পি রুবিনার বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৩ মে ২০২৫   আপডেট: ২২:১৩, ১৩ মে ২০২৫
স্বামীসহ সা‌বেক এম‌পি রুবিনার বিরুদ্ধে মামলা

অ‌বৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দু‌ইটি ক‌রেন।

দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন:

প্রথম মামলার এজাহারে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া, তার বিরুদ্ধে নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলার এজাহা‌রে বলা হয়, রুবিনার স্বামী মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, নিজ নামীয় তিনটি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সা‌বেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়