মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুরে শ্যামল পল্লীর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাজাহান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’
বস্তির বাসিন্দারা জানান, হঠাৎ বস্তিতে আগুন লাগে। এসময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ মালামাল সরানোর চেষ্টা করেন তারা। আগুনে বেশ কিছু আধা পাকা ঘর পুড়ে গেছে।
ঢাকা/এমআর/রাজীব