ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২০ মে ২০২৫  
বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বৃষ্টি মাথায় অবস্থান নিয়েছেন তিন কারাখার কয়েকশ শ্রমিক। ছবি: সুকান্ত বিশ্বাস

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডে কাকরাইলে অবস্থান নিয়েছেন একদল বিক্ষুব্ধ শ্রমিক। বৃষ্টি মাথায় তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২০ মে) দুপুর পৌনে ৩টার দিকে শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে যমুনার  দিকে রওনা দেন শ্রমিকরা। কাকরাইলে পুলিশের বাধা পেলে সেখানে অবস্থান নেন তারা।
 
স্টাইল ক্রাফট, ইয়াং ওয়ান্স বিডি ও ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা বকেয়া বেতন আর ঈদ বোনাসের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তিন প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন ২০ কোটি টাকার বেশি। 

আরো পড়ুন:

শ্রমিকরা দুই দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে কোনো সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে তারা যুমনার দিকে রওনা দেন। 

শ্রমিকরা বলছেন, ১৯ মে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্মারকলিপি দিয়ে এলেও কোনো পদক্ষপ গ্রহণের কথা জানতে পারেননি তারা। তাই আজো তারা শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মকর্তাদের ভেতরে প্রবেশে বাধা দেন।

শ্রম ভবন থেকে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে যমুনার উদ্দ্যেশে মিছিল নিয়ে আসার পথে পুলিশের বাধার ‍মুখে কাকরাইল মোড়ে অবস্থান নেন শ্রমিকরা। সেখানে বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। 

ঢাকা/সুকান্ত/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়