রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে আগুন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকার কাকরাইলে চলন্ত মোটরসাইকেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর দুইটার দিকে প্রধান বিচারপতির বাসভবনের অপরদিকে মোটরসাইকেলে আগুন লাগে। এসময় মোটরসাইকেলচালক চালক জুনায়েদ হোসেন বাঁধন লাফ দিয়ে জীবন বাঁচান।
জুনায়েদ হোসেন বাঁধন রাজধানীর ধোলাইপাড়ের বাসিন্দা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তিনি বলেন, ‘‘এয়ারপোর্ট থেকে ধোলাইপাড় যাচ্ছিলাম। কাকরাইল মোড়ে আসতেই চলন্ত অবস্থায় পাশ থেকে একজন বলেন, গাড়িতে আগুন। থামাতেই পুড়ো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় লাফ দিয়ে নিচে পড়ি।’’
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘মোটরসাইকেলে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’’
ঢাকা/রায়হান/রাজীব