ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সদরঘাটে টিকিটে নেই টান, ৭০ শতাংশ কেবিন খালি

লিমন ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২ জুন ২০২৫   আপডেট: ১৮:১৮, ২ জুন ২০২৫
সদরঘাটে টিকিটে নেই টান, ৭০ শতাংশ কেবিন খালি

ঢাকার প্রধান নৌ বন্দর সদরঘাট টার্মিনালে ভিড় নেই

ঈদুল আজহা সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। তবে ঢাকার প্রধান নৌ বন্দর সদরঘাট টার্মিনালে চোখে পড়ছে না ঈদের সেই চিরচেনা ভিড় বা আমেজ।

নাড়ির টানে ঘরমুখো মানুষের উপস্থিতি কম, আগাম টিকিট বিক্রিতেও নেই প্রত্যাশিত সাড়া। লঞ্চগুলোর অন্তত ৭০ শতাংশ কেবিনের টিকিট বিক্রি হয়নি। সব মিলিয়ে টার্মিনালে যেন ঈদের ব্যস্ততা এখনো ধরা দেয়নি।

আরো পড়ুন:

ঈদের ১৫ দিন আগে থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু এবার বেশিরভাগ লঞ্চেই সেই চিরচেনা চিত্র অনুপস্থিত। রাজনৈতিক অস্থিরতা ও বৈরী আবহাওয়াই এর অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩ জুন) থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হবে, যা চলবে ১০ জুন পর্যন্ত। কিন্তু যাত্রী সেভাবে না থাকায় সংশ্লিষ্টরা উদ্বিগ্ন।

ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন বলেন, “৩ জুন থেকে বিশেষ লঞ্চ চালু হবে। যাত্রী বাড়লে পন্টুনে ভেড়ানো হবে অতিরিক্ত লঞ্চ। সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সদরঘাট থেকে সবচেয়ে বেশি যাত্রী যেতেন বরিশাল রুটে। তবে পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে যাত্রা অনেক সহজ হয়েছে। ফলে নৌপথে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।

পারাবত লঞ্চের ম্যানেজার হাবিব বলেন, “৩০ শতাংশ কেবিনও বিক্রি হয়নি। আগে এই সময় কেবিন পাওয়া যেত না। এবার লোকজন আসছেই না। পদ্মা সেতুর পর আমরা এখন ভাগ্যের ওপর নির্ভর করি।”

ভোলাগামী এমভি সাব্বির লঞ্চের কেবিনবয় সাকিব বলেন, “আগাম কেবিন বিক্রিই হয়নি। আবহাওয়া খারাপ, রাজনৈতিক পরিস্থিতিও ভালো না। এজন্য অনেকে গ্রামে যেতে চাচ্ছে না।”

লঞ্চ মালিকরা বলছেন, সাধারণত ঈদের আগের দুইদিন যাত্রীদের চাপ সবচেয়ে বেশি থাকে। গার্মেন্টস ছুটি শুরু হলে শেষ মুহূর্তে কিছু যাত্রী বাড়তে পারে।

ঢাকা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়