ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

রেলওয়ে উপদেষ্টা

ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৫ জুন ২০২৫   আপডেট: ১৭:০৬, ৫ জুন ২০২৫
ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি

সড়ক পরিবহন ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান

কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।

তিনি বলেন, “কারণ ভোগান্তির বিষয়ে যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

উপদেষ্টা বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার। ঈদে সবাই যেন ঠিকভাবে গ্রামের বাড়ি যেতে পারেন, আমরা এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। ট্রেনে বিনা টিকিটি ভ্রমণের বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেস্টনি। পরিষ্কার-পরিচ্ছন্নতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

ট্রেনে ছাদে ভ্রমণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ ফাওজুল করিম খান বলেন, “এ বিষয়ে আমরা নিরুৎসাহিত করেছি। তারপরও ঈদের কারণে হয়তো অনেকে যেকোনোভাবে বাড়ি যেতে চায়। তাই অনেক সময় মানবিক কারণে কিছুটা ছাড় দেওয়া হয়। তারপরও বিষয়টি দেখতে তিনি রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন।”

“সড়ক পথে বেশি ভাড়া আদায় করা হয় কিনা সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে,” বলেও জানান তিনি।

উপদেষ্টা জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদে তার উপস্থিতিতে লাল সবুজ পরিবহনের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম ঘুরে দেখেন তিনি। এ সময় যাত্রীদের টিকিট চেকিং ও তাদের সুবিধা-অসুবিধার খবর নেন।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়