ফল মেলা শুরু বৃহস্পতিবার

ফাইল ফটো
ঢাকায় তিন দিনব্যাপী শুরু হচ্ছে জাতীয় ফল মেলা ২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) থেকে ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে মেলা শুরু হবে। যা চলবে আগামী ২১ জুন শনিবার পর্যন্ত। কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মেলা উদ্বোধন করবেন।
জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য ‘‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।
সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। সারা দেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায়ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় ফল মেলা উপলক্ষে বৃহস্পতিবার কৃষিবিদি ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
ঢাকা/এএএম/ইভা