সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
নাশকতার মাত্রা কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “দুটি গাড়ি পুড়েছে সত্য, কিন্তু এর আগের হরতালগুলোর তুলনায় এবারের ক্ষয়ক্ষতি অনেক কম। আমরা সহিংসতা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”
রবিবার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে সময় যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটাই আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। এটি পরিস্থিতিগত প্রয়োজন ছিল।”
গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুড়তে দেখা যায়। পরে সরকার পুরো জেলায় কারফিউ জারি করে, যা পরবর্তীতে তুলে নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৪৪ ধারা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। যে অন্যায় করেছে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আমরা নজর রাখছি।”
গোপালগঞ্জের সহিংসতা নিয়ে উপদেষ্টা বলেন, “ঘটনাটি অস্বীকার করছি না। এটি রাজনৈতিক একটি বিষয়। রাজনীতি করতে গেলে নানা ধরনের ঘটনা ঘটে থাকে। আমরা নিজেরাও একসময় রাজনীতি করেছি, বিশ্ববিদ্যালয়গুলোতে কত কিছু ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, এসব ঘটনার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেটাই গুরুত্বপূর্ণ।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছি। যারা অপরাধ করেছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। গণগ্রেপ্তার হচ্ছে না।”
একজন সাংবাদিক অভিযোগ করেন, গোপালগঞ্জে সংঘর্ষের পর নয় শিশুকে আটক করে রাখা হয়েছে-এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমার কাছে এরকম কোনো তথ্য নেই। আপনারা কোন উৎসে এটা পেয়েছেন?” পরে সাংবাদিকরা জানান, এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে।
উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং বলেন, “শিশুদের আটকের তথ্য সত্য হলে আমরা অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।”
২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রস্তুত। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বাহিনীগুলোও নিজেদের প্রস্তুতি নিচ্ছে। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন করতে কোনো সমস্যা হবে না।”
তিনি বলেন, “বাহিনীগুলো আমাদের জানিয়েছে, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই উন্নতি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন।”
ঢাকা/আসাদ/সাইফ