জুলাই গণঅভ্যুত্থান
শহীদ ও আহতদের স্মরণে সচিবালয়ে দোয়া
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ে বুধবার (৬ আগস্ট) আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এতে অতিরিক্ত সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সচিব কানিজ মওলা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক সাহসী ইতিহাস। শহীদদের আত্মত্যাগ স্মরণে এই আয়োজন একটি ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি।”
ঢাকা/এএএম/এসবি