ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহ করেছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৮ আগস্ট ২০২৫  
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহ করেছে সরকার

সরকার বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহ করেছে। ফাইল ফটো

বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহ করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সংগ্রহ অভিযানে কৃষকরা ন্যায্যমূল্য পেয়েছেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সংগ্রহ সম্পন্ন হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ আগস্ট বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। এই মৌসুমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান (১০৭.৬৯%), ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল (১০০.৪৬%) এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল (১০২.২১%) সংগ্রহ করা হয়েছে। 

আরো পড়ুন:

মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। যার বিপরীতে ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। 

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে সরকারি খাদ্যশস্যের মজুত ১৯ লাখ ৮৫ হাজার টন হয়েছিল। যা ছিল সর্বোচ্চ। 

সোমবার (১৮ আগস্ট) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “সরকারি সংগ্রহ অভিযানে কৃষকরা ন্যায্যমূল্য পেয়েছেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সংগ্রহ সম্পন্ন হয়েছে। এ সাফল্যের ফলে খাদ্য মজুত আরো শক্তিশালী হয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার তার মজুত ব্যবহার করে। খোলাবাজারে বিক্রি (ওএমএস), খাদ্যবান্ধব কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করে সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে। সরকারের হাতে যত বেশি মজুত থাকবে সরকার তত বেশি সফলভাবে বাজারে প্রভাব বিস্তার করতে পারবে।

আর অভ্যন্তরীণ বাজার থেকে ধান, চাল ও গম সংগ্রহ এবং বিদেশ থেকে আমদানির মাধ্যমে সরকার তার মজুত গড়ে তোলে। অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহের সবচেয়ে বড় অংশটি হয় বোরো মৌসুমে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়