ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিবির সাবেক প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৩২, ১৮ আগস্ট ২০২৫
ডিবির সাবেক প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

আরো পড়ুন:

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয় জন অতিরিক্ত ডিআইজি, চার জন পুলিশ সুপার, চার জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

ডিবির সাবেক প্রধানসহ সাময়িক বরখাস্ত হওয়া ১৮ পুলিশ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই এসব পুলিশ কর্মকর্তারা আর কর্মস্থলে যাচ্ছিলেন না। তাদের কেউ কেউ এরইমধ্যে দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর আলোচিত পুলিশ কর্মকর্তা  হারুন অর রশীদ ও তার ভাই এ বি এম শাহরিয়ারের নামে ১৩০ বিঘা জমি ও ২১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। হারুনের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়