ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুখোমুখি পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীরা, শাহবাগে থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৮, ২৭ আগস্ট ২০২৫
মুখোমুখি পুলিশ ও প্রকৌশল শিক্ষার্থীরা, শাহবাগে থমথমে পরিস্থিতি

তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। পুলিশ পদযাত্রায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ঢাকার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ে হেনস্তা ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তিন দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাঁচ ঘণ্টা অবরোধের পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা।

প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) রাতে বুয়েট শিক্ষার্থীদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড) তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা-কর্মচারী মিলে রোকনুজ্জামান রোকনকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাাগাল করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন। 

এর প্রতিবাদে আন্দোলনে নামা বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে—
১. সরকারি চাকরিতে নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এদিকে, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

ঢাকা/রায়হান/রফিক   

সর্বশেষ

পাঠকপ্রিয়