ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে ইসির নতুন নির্দেশনা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৮ আগস্ট ২০২৫  
নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারে ইসির নতুন নির্দেশনা 

নির্বাচনে হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে উল্লেখ করা হয়েছে, ভোট গ্রহণে হেলিকপ্টার প্রয়োজন হলে তা তফসিল ঘোষণার কমপক্ষে দুই মাস আগে জানাতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

তিনি বলেন, বিশেষ ভৌগোলিক ও যাতায়াত-সংকটাপন্ন এলাকায়, যেমন: রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু অঞ্চলে ভোট গ্রহণে হেলিকপ্টার সহায়তা প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তাদের সম্ভাব্য ভোট কেন্দ্র, কক্ষের সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রার সময়সূচি ও প্রাসঙ্গিক বিস্তারিত তথ্য আগেই সংগ্রহ করে ইসিকে জানাতে হবে।

রোডম্যাপে বলা হয়েছে, তফসিল ঘোষণার ১০ দিন আগে নির্দিষ্ট করে টেক-অফ ও ল্যান্ডিং স্টেশন নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ভোট কেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।

নির্বাচন কমিশনের এই রোডম্যাপে ২৪টি গুরুত্বপূর্ণ কাজের তালিকা রয়েছে। এসবের মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি।

রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। ভোট গ্রহণ হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়