নির্বাচনকালে ভুয়া তথ্য ঠেকাতে বিশেষ সেল গঠনের পরিকল্পনা
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (ফাইল ফটো)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিজিটাল যুগে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য নির্বাচন ব্যবস্থাকে বড় হুমকির মুখে ফেলছে। সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার ও উদ্দেশ্যমূলক তথ্য এখন বাস্তব হুমকি। জনমত প্রভাবিত করার এ অপচেষ্টা ঠেকাতে নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করছে। এই সেল মাঠপর্যায়ে তথ্য যাচাই, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সঠিক বার্তা প্রচারে কাজ করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন সিইসি।
সিইসি জানিয়েছেন, রাজনীতির উত্তাপ যতই বাড়ুক, নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট—পেশাদারিত্ব ও নিরপেক্ষতা।
কোর প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেছেন, শুধু প্রশিক্ষণ নয়, নৈতিকতা বজায় রাখাও জরুরি। নৈতিকতা হারালে পেশাদারিত্ব অর্থহীন হয়ে পড়ে। প্রশিক্ষণের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও পেশাগত মান বজায় রাখার ওপর জোর দেওয়া হবে।
একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা উদাহরণ টেনে সিইসি বলেন, একই বার্তা একাধিক মানুষের মধ্য দিয়ে গেলে তার প্রকৃত অর্থ বিকৃত হয়। নির্বাচনী ব্যবস্থায় এ ভুলের কোনো সুযোগ নেই। সঠিকভাবে শোনা ও বোঝার দক্ষতা থাকলে সঠিক বার্তা পৌঁছানো সম্ভব।
এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রশিক্ষণকে খরচ ভাবলে চলবে না। এটি দক্ষ জনবল তৈরির মাধ্যমে কার্যকর নির্বাচন ব্যবস্থা বিনির্মাণে জাতির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
তিনি বলেন, এই বার্তা যেন শুধু শহরে আটকে না থাকে। পৌঁছাতে হবে প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল, পাহাড়, দ্বীপ সবখানে। যেন কেউ ভুল তথ্যের ফাঁদে না পড়েন।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির আহ্বান জানিয়ে সিইসি বলেন, ক্লাসে যারা পেছনে বসে ঘুমিয়ে পড়েন, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো মিস করেন। প্রশিক্ষণ মানে—শিখে মাঠে গিয়ে সেটি কাজে লাগানো।
ঢাকা/এএএম/রফিক